চালের বাজারে অস্থিতিশীলতা নিয়ে বাণিজ্য উপদেষ্টার বক্তব্য
- By Jamini Roy --
- 08 January, 2025
বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন সাময়িক মজুতদারির কারণে চালের বাজারে অস্থিতিশীলতা বিরাজ করছে বলে মন্তব্য করেছেন। বুধবার (৮ জানুয়ারি) রাজধানীর তেজগাঁওয়ে ভর্তুকি মূল্যে স্মার্ট ফ্যামিলি কার্ডের মাধ্যমে টিসিবি পণ্য বিক্রয় কার্যক্রম উদ্বোধনের সময় তিনি এই মন্তব্য করেন।
বাণিজ্য উপদেষ্টা বলেন, "সাময়িক মজুতদারির জন্য চালের বাজার অস্থিতিশীল। তবে আমরা মনিটরিং করছি, এবং খুব শিগগিরই বাজার নিয়ন্ত্রণে আসবে।"
তিনি জানান, বাণিজ্য উদারীকরণের কারণে বাজারে পণ্যের কোনো ঘাটতি নেই। তবে অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে আগামী বছর সরকারিভাবে আলু মজুতের পরিকল্পনা করা হয়েছে। এর মাধ্যমে ভবিষ্যতে আলুর দাম স্থিতিশীল রাখা সম্ভব হবে।
টিসিবি পণ্য বিতরণ কার্যক্রমের প্রাথমিক সমস্যাগুলো স্বীকার করে বাণিজ্য উপদেষ্টা বলেন, "শুরুতে যে নৈরাজ্য ও দুর্বৃত্তায়ন ছিল, তা আমরা দূর করার চেষ্টা করছি। এর জন্য পুরো প্রক্রিয়াকে ডিজিটালাইজ করা হয়েছে।"
তিনি জানান, ইতোমধ্যে ৬৩ লাখ স্মার্ট ফ্যামিলি কার্ড বিতরণ করা হয়েছে। এ উদ্যোগের ফলে টিসিবি পণ্য বিতরণ আরও স্বচ্ছ ও ন্যায্য হয়েছে।
উপদেষ্টা বলেন, "শুধু বিতরণ নয়, ক্রয় কার্যক্রমেও স্বচ্ছতা আনার জন্য আমরা কাজ করছি। মোট ক্রয়ের ১২ হাজার কোটি টাকার মধ্যে দুর্নীতি কমিয়ে ১ হাজার কোটি টাকা সাশ্রয় করতে পারলে, কার্যক্রম আরও বিস্তৃত করা সম্ভব হবে।"
বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন জানান, সাময়িক মজুতদারি ও বাজারের অস্থিতিশীলতা নিয়ন্ত্রণে সরকারের পদক্ষেপ দ্রুত ফলপ্রসূ হবে। ভবিষ্যতে পণ্য সরবরাহ এবং মজুত ব্যবস্থায় আরও স্বচ্ছতা আনার মাধ্যমে ভোক্তাদের ন্যায্যমূল্য নিশ্চিত করার পরিকল্পনা রয়েছে।